দুর্গাপুর, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : সরকারি পঞ্চায়েত কার্যালয়ে দলীয় পতাকা। পঞ্চায়েত অফিস না কি দলীয় কার্যালয়—এই প্রশ্ন ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে পানাগড় বাজারের কাঁকসা পঞ্চায়েত কার্যালয় ঘিরে। শনিবার ওই কার্যালয়ে একগোছা তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা যায় বলে অভিযোগ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানাগড় বাজারের উপরেই রয়েছে কাঁকসা পঞ্চায়েত কার্যালয়। সেখানকার সিঁড়ির নিচে বাঁশ কাঠিতে লাগানো তৃণমূলের একাধিক দলীয় পতাকা মজুত থাকতে দেখা যায়। অভিযোগ, ওই পতাকাগুলি মাঝে মধ্যেই ব্যবহার করা হয় এবং ফের সেখানেই রাখা হয়। শনিবার বিষয়টি নজরে আসতেই বিজেপি প্রতিবাদে সরব হয়।
পঞ্চায়েতের বিজেপি সদস্য তথা বিরোধী দলনেতা আনন্দ কুমার বলেন, সরকারি কার্যালয়টিকে তৃণমূল নিজেদের দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করছে। সরকারি অফিসে দলীয় পতাকা মজুত রাখা হচ্ছে, যা একেবারেই অনৈতিক। এটি যেন তৃণমূলের মজুতঘরে পরিণত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। পঞ্চায়েত অফিস সরকারি প্রতিষ্ঠান, কোনও দলীয় সম্পত্তি নয়। এই অবস্থা চলতে থাকলে বৃহত্তর আন্দোলনের পথে নামব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক। তিনি বলেন, দলের কেউ সেখানে পতাকা রাখেনি। এটি বিরোধীদের অপপ্রচার। খবর পাওয়ার পরই পতাকাগুলি সরিয়ে দেওয়া হয়েছে।