২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা সড়ক অবরোধের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: দাবি পূরন না হলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের হুঁশিয়ারি দিল আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী। হাতাইকতর খামতিংপাড়া এলাকায় সড়ক অবরোধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। যতদিন না পর্যন্ত দাবি পূরণ করে সরকার। সড়ক অবরোধের জন্য শুক্রবার বিকেলে সড়ক এবং জায়গা পরিদর্শন করতে গেলেন আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর অর্থাৎ টিইউআইআরপিসি নেতৃত্ব ড্যানিয়েল বরক।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বহুবছর হয়েছে আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী এনএলএফটি এবং টিএনভি দলের সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই চুক্তি বাস্তবায়ন করেনি সরকার। এখনো অনেকের বিরুদ্ধে মামলা চলছে। কোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আত্মসমর্পণকারী বৈরীদের। অথচ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু তাদের সমস্যাগুলোর সমাধান হয়নি।

তিনি আরো বলেন, আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীদের দাবি এবং তাদের জীবন জীবিকার বিষয়গুলো নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাদের সমস্যাগুলো স্থায়ী সমাধান করা দরকার। বহু বছর ধরে তারা বঞ্চিত। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলেই ত্রিপুরায় আজ শান্তি প্রতিষ্ঠিত। অথচ তাদের দাবি-দাওয়া গুলো নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উদাসীন। তাই তারা ২১ দফা দাবি নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *