কলকাতা, ২১ ফেব্রুয়ারি(হি.স.) : ৬৯তম রেলওয়ে সপ্তাহ উপলক্ষে শুক্রবার ইস্টার্ন রেলওয়ের কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদিন কলকাতায় শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিসি রায় ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই উপলক্ষে, ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর বিভিন্ন বিভাগকে তাদের অসাধারণ কর্মদক্ষতার জন্য সম্মানিত করেন। উল্লেখযোগ্যভাবে, দেউস্কর উল্লেখ করেন যে ইস্টার্ন রেলওয়ের কর্মী ও কর্মকর্তারা সর্বোচ্চ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে ৩৭টি শিল্ড ও কাপ প্রদান করা হয়, যেখানে ১৫১ জন কর্মী ও কর্মকর্তাকে তাদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের উজ্জ্বল পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয়। বাণিজ্যিক, বৈদ্যুতিক, প্রকৌশল, সাধারণ প্রশাসন, যান্ত্রিক, অপারেটিং, কর্মী ব্যবস্থাপনা, নিরাপত্তা, সিগন্যাল ও টেলিকম, হিসাব, নির্মাণ, চিকিৎসা, নিরাপত্তা এবং স্টোরস বিভাগের কর্মীরা এই পুরস্কার লাভ করেন।
দেউস্কর তার বক্তব্যে বলেন, “দেশের উন্নয়নে আমাদের কাজের মাধ্যমে অবদান রাখা আমাদের কর্তব্য। রেলকর্মীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।”
অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। ইস্টার্ন রেলওয়ের উজ্জ্বল ও শক্তিশালী ভারতের স্বপ্ন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিফলিত হয়, এবং কর্মীদের কঠোর পরিশ্রম ভবিষ্যতে ভারতীয় রেলওয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।