শনিবার উপরাষ্ট্রপতি একদিনের সফরে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজি নগরে

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শনিবার একদিনের সফরে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজি নগর সফরে যাবেন। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো একথা জানিয়ে বলেছে, সফরে উপরাষ্ট্রপতি মহারাষ্ট্রের শম্ভাজি নগরে ডঃ বাবাসাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি শম্ভাজি নগরে এসবি কলেজে সংবিধান সচেতনতা বর্ষ এবং অম্রুত মহোৎসবের সূচনা করবেন।

এই সফরের অঙ্গ হিসেবে জগদীপ ধনখড় ইলোরায় গ্রুশনেশ্বর মন্দিরে পুজো দেবেন এবং আশীর্বাদ গ্রহণ করবেন। তিনি ইলোরা গুহা (কৈলাস) পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *