কিষান সন্মান নিধির ১৯ তম কিস্তি : ত্রিপুরার কৃষকরা পাবেন ৫০.৮৬ কোটি টাকা

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : সারা দেশের ৯ কোটি ৭০ লক্ষের অধিক কৃষকের কাছে প্রধানমন্ত্রী ২২ হাজার কোটি টাকা কিষান সন্মান নিধির ১৯তম কিস্তি বাবদ মিটিয়ে দেবেন। তাতে, ত্রিপুরার ২ লক্ষ ৫৪ হাজার ৩১৫ জন কৃষকের ঘরে ৫০ কোটি ৮৬ লক্ষ ৩০ হাজার টাকা পৌছে যাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বিহারের ভাগলপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সন্মান সমারোহে কৃষক কল্যাণে আবারও অর্থ পাঠাবেন। আজ মহাকরণে নিজ অফিস কক্ষে এই সংবাদ জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। তাঁর কথায়, কৃষকের আর্থিক প্রগতির লক্ষ্যে এই পর্যন্ত ১৮টি কিস্তিতে ত্রিপুরায় ২ লক্ষ ৭৭ হাজার ৯৭০ জন কৃষক ৭৯১ কোটি ৭৫ লক্ষ ৮২ হাজার টাকা পেয়েছেন।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় মোট বুমই রয়েছে ৬০ লক্ষ ৬২ হাজার কানি। তার মধ্যে ২৯ লক্ষ কানিতে ফসল উত্পাদিত হয়। তার মাত্র ১৫ লক্ষ কানিতে ধান চাষ হচ্ছে। তাঁর কথায়, সারা দেশের নিরিখে ত্রিপুরায় ভূমির পরিমাণ কম। তা সত্বেও দক্ষিণ, গোমতী এবং সিপাহিজলা জেলা খাদ্যে স্বয়ম্ভর হয়েছে। তিনি বলেন, খোয়াই এবং ধলাই জেলাও খাদ্যে স্বয়ম্ভরের খুব কাছাকাছি পৌছে গেছে। কিন্তু, উত্তর এবং পশ্চিম জেলা সে-দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তাঁর দাবি, ঊনকোটি জেলা ধিরে ধিরে খাদ্যে স্বয়ম্ভর হওয়ার দিকে এগুচ্ছে।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রীর মতে, কৃষকের আয় যদি না বাড়ে তাহলে আগামীদিনে দেশ সংকটের মুখে পড়বে। সেই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সন্মান নিধি চালু করেছিলেন এবং তার সুফল মিলেছে। তাঁর দাবি, ত্রিপুরায় এখন পর্যন্ত ১৮টি কিস্তিতে ২ লক্ষ ৭৭ হাজার কৃষক কিষান সন্মান নিধির ৭৯১ কোটি ৭৫ লক্ষ ৮২ হাজার টাকা পেয়েছেন। এ-বিষয়ে বছর ভিত্তিক তথ্যও তুলে ধরে তিনি জানান, ২০১৮-১৯ অর্থ বছরে ১ লক্ষ ৫১ হাজার ৮৭১ জন কৃষক ৩০ কোটি ৩৭ লক্ষ ৪২ হাজার টাকা, ২০১৯-২০ অর্থ বছরে ১ লক্ষ ৯৯ হাজার ৭০৭ জন কৃষক ১১৩ কোটি ২৯ লক্ষ ৫৪ হাজার টাকা, ২০২০-২১ অর্থ বছরে ২ লক্ষ ২৯ হাজার ৯১৫ জন কৃষক ১২৯ কোটি ২৬ লক্ষ ১৪ হাজার টাকা, ২০২১-২২ অর্থ বছরে ২ লক্ষ ৩৮ হাজার ৫২২ জন কৃষক ১৩৪ কোটি ৪৮ লক্ষ ১৪ হাজার টাকা, ২০২২-২৩ অর্থ বছরে ২ লক্ষ ৪৪ হাজার ৬৯ জন কৃষক ১৪৮ কোটি ৪ লক্ষ ৭৪ হাজার টাকা, ২০২৩-২৪ অর্থ বছরে ২ লক্ষ ৫২ হাজার ৯০৭ জন কৃষক ১৩১ কোটি ৯৭ লক্ষ ৮৭ হাজার টাকা এবং ২০২৪-২৫ অর্থ বছরে ২ লক্ষ ৭৭ হাজার ৯৭০ জন কৃষক ১০৪ কোটি ৩১ লক্ষ ৯৭ হাজার টাকা পেয়েছেন।

এদিন তিনি বলেন, কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রী আবারও কিষান সন্মান নিধি প্রদান করবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি ওই প্রকল্পের ১৯তম কিস্তি বাবদ সারা দেশে ৯ কোটি ৭০ লক্ষের অধিক কৃষকের ঘরে ২২ হাজার কোটি টাকা তিনি পৌছে দেবেন। তাতে, ত্রিপুরায় ২ লক্ষ ৫৪ হাজার ৩১৫ জন কৃষক ৫০ কোটি ৮৬ লক্ষ ৩০ হাজার টাকা পাবেন। তিনি জানান, ওইদিন রাজ্যস্তরের পাশাপাশি জেলা, ব্লক এমনকি গ্রামস্তরেও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত থাকবেন এবং বিহারে ভাগলপুরে অনুষ্ঠিত কিষান সন্মান সমারোহের ভার্চুয়ালি অংশ নেবেন।

এদিকে, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বছর থেকে সত্যিকার অর্থে কৃষকের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এদিন কৃষি মন্ত্রী দাবি করেছেন। তাঁর দাবি, ২০১৮-১৯ অর্থ বছর থেকে এখন পর্যন্ত ৩ লক্ষ ৮১ হাজার ৬৮৫ জন কৃষককে ২১৪১ কোটি ৫৮ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, বর্তমান সরকার সহায়ক মূল্যে ধান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। তাঁর দাবি, ২০১৮-১৯ অর্থ বছর থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার ১০৮ জন কৃষকের কাছ থেকে ২ লক্ষ ২৫ হাজার ৩৬৫ মেট্রিক টন ধান সহায়ক মূল্যে ক্রয় করা হয়েছে। তাতে, রাজ্য সরকারের কোষাগার থেকে ৪৪৬ কোটি ১৫ লক্ষ ৪০ হাজার টাকা খরচ করা হয়েছে। ফলে, রাজ্যের কৃষকরা বাজার দরের তুলনায় ১১২ কোটি ৬৮ লক্ষ ২৫ হাজার টাকা বেশি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *