আগরতলা, ২০ ফেব্রুয়ারি: অটোর ধাক্কায় গুরুতর আহত হয়েছে প্রথম শ্রেণীর পড়ুয়া ছাত্রের। ওই ঘটনায় কামরাঙ্গা তলি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা আহত শিশুকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আহত শিশুকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে, পুলিশ অটো চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে স্কুলে যাওয়ার সময় কামরাঙ্গা তলি এলাকায় অটোর ধাক্কায় গুরুতর আহত হয়েছে প্রথম শ্রেণীর পড়ুয়া ছাত্রের। তার বাড়ি মেলাঘর থানার মোহনভোগ এলাকায়। সাথে সাথে স্হানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত শিশুকে উদ্ধার করে মেলাঘর হাসপাতাল নিয়ে গিয়েছে। ওই আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।