ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলাশাসক দেবপ্রিয় বর্ধনকে সংবর্ধনা

ধর্মনগর, ২০ ফেব্রুয়ারী : উত্তর ত্রিপুরা জেলার বিদায়ী জেলাশাসক দেবপ্রিয় বর্ধনকে ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তিনি উত্তর জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব পালন করে জনগণের ভালোবাসা অর্জন করেছেন এবং এখন আগরতলায় খাদ্য দপ্তরের ডাইরেক্টর পদে যোগ দিতে চলেছেন।

উত্তর ত্রিপুরার সাধারণ মানুষ, প্রশাসনিক মহল ও সংবাদকর্মীদের কাছে দেবপ্রিয় বর্ধন ছিলেন এক আদর্শ কর্মকর্তা। তিনি সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মানবিকতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, যার জন্য তিনি সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতি তার আন্তরিক সহযোগিতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। সংবাদকর্মীরা যখনই তাঁর কাছে সংবাদ সংগ্রহের জন্য যোগাযোগ করেছেন, তিনি সদয়ভাবে সময় দিয়েছেন, তথ্য সরবরাহ করেছেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁর কাছে ফোন করলে তিনি সাড়া দিতেন, যা সংবাদমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়েছে।

বিদায়ী এই জেলাশাসকের সম্মানে ধর্মনগর প্রেস ক্লাবের সম্পাদক পান্না ঘোষ, অফিস সম্পাদক রূপক দেবনাথসহ অন্যান্য সংবাদকর্মীরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

দেবপ্রিয় বর্ধনের পরিবর্তে এখন উত্তর ত্রিপুরার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খোয়াই জেলার বর্তমান জেলা শাসক চাঁদনী চন্দন। তবে দেবপ্রিয় বর্ধনের স্মৃতি, তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও মানবিকতা দীর্ঘদিন উত্তর জেলার মানুষ ও সংবাদমাধ্যমের কর্মীদের মনে গেঁথে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *