বিশালগড়, ১৮ ফেব্রুয়ারি : বিশালগড় নারীমঙ্গল স্কুল এলাকায় আজ সকালে একটি যাত্রীবাহী বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষিতীশ সূত্রধর নামে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বাসে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছেন।