আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : সাংসদ রাজীব ভট্টাচার্য তহবিল থেকে গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে রোগীদের সুবিধার্থে একটি ব্যাটারি চালিত গাড়ি প্রদান করেছেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এই গাড়িটি রোগীদের হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত করতে সহায়তা করছে বলে জানিয়েছেন রোগীদের পরিবারের সদস্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যরা জানান, আগে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের এক ভবন থেকে অন্য ভবনে যেতে অনেক অসুবিধা হতো। সাংসদ রাজীব ভট্টাচার্যের এই উদ্যোগের ফলে এখন সেই অসুবিধা অনেকটাই কমেছে। তারা সাংসদকে ধন্যবাদ জানান।
ব্যাটারি চালিত গাড়ির চালক জানান, অনেক রোগী এবং তাদের পরিবারের সদস্যরা এই সুবিধার কথা জানেন না। তাই তিনি নিজে থেকেই তাদের ডেকে গাড়িতে তুলে নেন। সাংসদের পক্ষ থেকে এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হয়েছে।
এই উদ্যোগটি রোগীদের জন্য খুবই উপকারী হয়েছে।