শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): সন্দেহজনক বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে। মঙ্গলবার সকালে ত্রালের পিংলিশ নাগওয়াড়িতে একটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়, বস্তুটিকে ঘিরে রাখে সুরক্ষা বাহিনী। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে, পরে বোমা নিষ্ক্রিয়কারী দল সন্দেহজনক বস্তুটি ধ্বংস করে।
অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় মঙ্গলবার ৭ কেজি ওজনের আইইডি উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী। শোপিয়ান জেলার কাশওয়া চিত্রগাম গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭ কেজি ওজনের আইইডি। সেই আইইডি ধ্বংস করা হয়েছে।