২০ ফেব্রুয়ারি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ, রামলীলা ময়দানে প্রস্তুতি জোরকদমে

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২০ ফেব্রুয়ারি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ, তার আগে দিল্লির রামলীলা ময়দানে প্রস্তুতি চলছে জোরকদমে। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং বিজেপি নেতা তরুণ চুগ মঙ্গলবার দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রামলীলা ময়দানে যান।

বিজেপি নেতা তরুণ চুগ বলেছেন, “দিল্লির জনতা প্রধানমন্ত্রী মোদীকে প্রচুর আশীর্বাদ করেছে। দিল্লির রামলীলা ময়দানে ২০ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক অনুষ্ঠান হবে। দিল্লির প্রতিটি মানুষ উচ্ছ্বসিত। লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং বলছে, তাঁরা এই ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হতে চায়। বিজেপি দিল্লির মানুষের ইচ্ছা পূরণ করতে কাজ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *