আগরতলা, ১৮ ফেব্রুয়ারী : নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী টমটম। ওই দূর্ঘটনায় চালক সহ তিনজন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ দুপুরে ধর্মনগরস্থিত আনন্দনগর মধুবন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে টমটম নিয়ে তিনজন বন্ধু ঘুরতে গিয়েছিল। ওই সময় ধর্মনগরস্থিত আনন্দনগর মধুবন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় উল্টে যায়। তাতে গাড়িতে থাকা চালক সহ চারজন যুবক রাস্তায় ছিটকে পড়ে। তাতে চালক এবং দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। সাথে সাথে স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ি