বাম যুব সংগঠনের শক্তি প্রদর্শন ধর্মনগরে, নেশা ও কর্মসংস্থান ইস্যুতে পদযাত্রা

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সহ ৩ দফা দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। এদিন মিছিলটি ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, রাজ্যে শাসন তলানিতে ঠেকেছে। আইনের শাসন বলতে কিছুই নেই। তাছাড়া, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। এদিকে, প্রতিদিন মহাকরণে বসে মন্ত্রীরা যুবক যুবতীদের সাথে প্রতারণা করছেন। তাই বামপন্থী যুব সংগঠন সমাজ পরিবর্তনের লড়াই শুরু করেছে।

এদিন তিনি আরও বলেন, নেশার সাম্রাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই আজ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের যৌথ উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *