মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের ওয়াশিম জেলার পুনে–নাগপুর হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের , গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যাত্রিবাহী বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে পুনে থেকে নাগপুরের দিকে যাচ্ছিল। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুনে–নাগপুর হাইওয়েতে ভানোজা টোল প্লাজার কাছে।
এক পুলিশ আধিকারিক জানায়, এদিন সকালে বাসটি পুনে থেকে নাগপুরের দিকে যাচ্ছিল। ভানোজা টোল প্লাজার কাছে বাসটি উল্টে যায়, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ওয়াশিম জেলার মংরুলপির কেন্দ্রের বিধায়ক শ্যাম খোদে, আবাসিক ডেপুটি কালেক্টর বিশ্বনাথ ঘুগে, মংরুলপির তহসিলদার শীতল বন্দগার এবং পুলিশকর্মী সুধাকর আদে সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেন।