আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : গত কয়েকদিন আগে রহিমপুর পূর্বপাড়ায় একটি খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রক্তক্ষয়। আজ দুপুরে সেই এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও তার ভাই সেলিম মিয়ার মধ্যে মুরগি নিয়ে ঝগড়া শুরু হয়।
বিল্লাল হোসেনের স্ত্রী জানান, দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা হাতাহাতিতে পরিণত হয়। এক পর্যায়ে সেলিম মিয়া ও তাঁর ছেলে মিলে বিল্লাল হোসেনকে নৃশংসভাবে মারধোর করে। বিল্লাল হোসেনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং বিশালগড় দমকল বাহিনীকে।
দমকলের কর্মীরা বিল্লাল হোসেনের অর্ধ মৃত দেহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।