বাঁকুড়া, ১৭ ফেব্রুয়ারি(হি.স.) : মহাকুম্ভে স্নান সেরে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে গুরুতর জখম একই পরিবারের ৩ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বাঁকুড়া শহরের গোবিন্দনগর এলাকার বাসিন্দা অনিক বিশ্বাস ও তার বাবা শীতল বিশ্বাস (৬৫) এবং মা শ্যামলি বিশ্বাস(৬০) কুম্ভ স্নানে প্রয়াগরাজ গিয়েছিলেন। ফেরার পথে সোমবার সকালে গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত হাঁসপাহাড়ি জঙ্গলের কাছে একটি বাঁকে হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের গাছে ধাক্কা মারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।