বাবার হাতে মায়ের খুন, বাবার শাস্তির দাবিতে পথে নামলো নাবালক সন্তান

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : প্রায় দুইমাস আগে মেলাঘরের মাস্টারপাড়ার বাসিন্দা স্বামী মিনাল কান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। গুরুতর আহত অবস্থায় হৈমন্তী সিংহ বর্মনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এই ঘটনার পর হৈমন্তী সিংহ বর্মনের বাবার বাড়ি থেকে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত মিনাল কান্তি বর্মনকে গ্রেফতার করতে পারেনি।

মিনাল কান্তি বর্মনের গ্রেফতারের দাবিতে হৈমন্তী সিংহ বর্মনের পরিবারের সদস্যরা মানব অধিকার কমিশনের দ্বারস্থ হন। কিন্তু এরপরেও অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হয় রাজ্য প্রশাসন।

ঘটনার প্রায় দুই মাস পর হৈমন্তী সিংহ বর্মনের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে এবং তাদের আত্মীয়-স্বজনরা মেলাঘর মাস্টারপাড়া মিনাল কান্তি বর্মনের বাড়ি থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে শেষ হয়। সেখানে তারা মিনাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত মিনাল কান্তি বর্মনকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। তবে, মিনাল কান্তি বর্মনের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার অবস্থান শনাক্ত করতে সমস্যা হচ্ছে। পুলিশের কাছে খবর এসেছে যে তিনি বর্তমানে চেন্নাইয়ে আছেন। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *