পূর্ববর্তী দিল্লি সরকারের সমস্ত অপকর্ম শেষ হতে চলেছে : বীরেন্দ্র সচদেবা

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পূর্ববর্তী দিল্লি সরকারের সমস্ত অপকর্ম শেষ হতে চলেছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। জোর দিয়ে বললেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি বলেছেন, দিল্লি লুটপাটের কাজ যারা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হবে। কেউ রেহাই পাবে না।”

উল্লেখ্য, আরও সঙ্কটে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার কেলেঙ্কারির তদন্তে এবার জাতীয় ভিজিল্যান্স কমিশন। এমতাবস্থায় শনিবার এক সাংবাদিক সম্মেলনে বীরেন্দ্র সচদেবা বলেছেন, পূর্ববর্তী দিল্লি সরকারের সমস্ত অপকর্মের অবসান ঘটতে চলেছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সেটা শীশ মহল, মদের কেলেঙ্কারি, জল বোর্ড কেলেঙ্কারি, প্যানিক বাটন কেলেঙ্কারি, রেশন কার্ড কেলেঙ্কারি অথবা মহল্লা ক্লিনিক কেলেঙ্কারি হোক। দিল্লি লুটপাটের কাজ যারা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হবে। কেউ রেহাই পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *