কিছুটা অন্যরকম এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : এই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি হবে দুটি দেশে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পূর্ববর্তী সংস্করণ থেকে কিছুটা আলাদা। যেমন-

হাইব্রিড মডেল:

ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। এর ফলে কিছু ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে, যেমন সংযুক্ত আরব আমিরাতে। এই মডেলের লক্ষ্য হচ্ছে টুর্নামেন্টের অখণ্ডতা বজায় রেখে প্রতিটি দলের নিরাপত্তার দিকটা দেখা।

অভিষেক হচ্ছে আফগানিস্তানের:

এবারই প্রথম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে। যা অনামী ক্রিকেট খেলার দেশগুলিকে উদ্বুদ্ধ করবে।

থাকছে না প্রাক্তন চ্যাম্পিয়ন:

খুবই অবিশ্বাস্য ২০০২ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এই সংস্করণে অংশ নেবে না। অবশ্য এই টুর্নামেন্টে তারা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের সঙ্গে।

গ্রুপ পর্বের ধরণ:

টুর্নামেন্টে ৮টি দল অংশ নেবে। ৪ টি করে দল দুটি গ্রুপে থাকবে। প্রতিটি দল রাউন্ড-রবিন লিগের ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল সেমিফাইনালে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *