বক্সনগর, ১৫ ফেব্রুয়ারি : স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্রী মাইমোনা খাতুন। ঘটনাটি ঘটেছে পুটিয়া স্কুলের সামনে।
ঘটনার বিবরণে জানা গেছে, মাইমোনা খাতুন স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় পুঠিয়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মামুন মিয়া দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। স্কুলের কাছে পৌঁছাতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাইমোনাকে ধাক্কা দেন।
গুরুতর আহত অবস্থায় মাইমোনাকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য এবং মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে আগরতলা বি আর আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক ফেলে পালিয়ে যায় মামুন মিয়া। পুলিশ বাইকটি আটক করে থানায় নিয়ে গেছে। বর্তমানে মাইমোনা খাতুন হাপানিয়া বি আর আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

