আগরতলা, ১৫ ফেব্রুয়ারি : আগরতলা জিআরপি থানার তৎপরতায় যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে উদ্ধার ২১ টি প্যাকেট গাঁজা। গাঁজার মালিককে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।
গতকাল যোগেন্দ্রনগর রেলস্টেশনে আগরতলা জিআরপি থানা ও বিএসএফ এর যৌথ অভিযান চালায়। এই অভিযানে যাত্রীদের চেকিং করার সময় সন্দেহভাজন দুটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে মোট ২১ টি প্যাকেট গাঁজা ছিল। উদ্ধার করা গাঁজার ওজন মোট -১৯ কেজি।
পুলিশ জানিয়েছে জব্দ করা গঞ্জা প্রায় ২ লক্ষ টাকার। এর পরে সমস্ত আইনী নিয়ম-পালন করে পর্যবেক্ষণ করার পরে এটি পুলিশ বাজেয়াপ্ত করে। আগরতলা জিআরপি থানা এই অবৈধ গাঁজার মালিককে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।