সোনামুড়ায় হত্যার চেষ্টায় ৫ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৫ ফেব্রুয়ারি : সোনামুড়াস্থিত সিপাহীজলা জেলার দায়রা আদালত শুক্রবার হত্যার চেষ্টায় অপরাধে রাজকুমার মুড়াসিং এর বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে।

সরকার পক্ষের আইনজীবী পিপি নারায়ন দেবনাথ জানিয়েছেন, ২০২২ সালের ১৩ই এপ্রিল উল্লেখ্য ঘটনাটি ঘটেছিল। মেলাঘর থানাধীন তৈবান্দাল হাসপাতালে নিজের নাবালক ছেলেকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন বিশ্বমোহন মুড়াসিং। তখন অভিযুক্ত রাজকুমার তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

তিনি আরো জানিয়ছেন, ওই ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা হয় গোমতী জেলা হাসপাতালে। পরবর্তী সময় বিশ্বমোহনের ভাই পূর্নিরাই মুড়াসিং মেলাঘর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন এস.আই পার্থ দেব।

রাজকুমারের বিরুদ্ধে ৮ জনের সাক্ষ্য গ্রহণের পর দায়রা জর্জ প্রকাশ কুমার এই রায় ঘোষণা করেন। ৩০৭ আই.পি.সি ধারায় ৫ বছরের জেল ছাড়াও ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের জেলে থাকার সাজা ঘোষণা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *