প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু ১০ পুণ্যার্থীর

প্রয়াগরাজ, ৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন পুণ্যার্থী। এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের মেজা থানার অধীনে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে। ছত্তিশগড় থেকে বাসে চেপে মহাকুম্ভে আসছিলেন পুণ্যার্থীরা। শুক্রবার মধ্যরাতে ওই বাসের সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, বাস ও বোলেরো গাড়িতে পুণ্যার্থীরা ছিলেন। ডিসিপি যমুনানগর বিবেক চন্দ্র যাদব বলেছেন, মৃতদেহগুলি স্বরূপ রানি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *