চোরের তন্ডবে অতিষ্ঠ বিশ্রামগঞ্জবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: সবার নিরাপত্তা দিতে পারবেন না সেরা থানার ওসি। গতকাল বিশ্রামগঞ্জ বাজারে সব্জি বিক্রেতার বাইক চুরি প্রসঙ্গে এমনটাই উক্তি আসে পুলিশের কাছ থেকে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমবটাই অভিযোগ করেছেন চুরি যাওয়া বাইক মালিক।

বিশ্রামগঞ্জ থানা অধীনে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাইক মালিকরা সহ গ্রামবাসীরা। এমনটাই অভিযোগ বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন বড়জলা গ্রামের মানুষের। গ্রামবাসীদের বক্তব্য, বিশ্রামগঞ্জ থানা এলাকায় বাইক চুরি হলে কোন ধরনের সাহায্য এবং সহযোগিতা করে না বিশ্রামগঞ্জ থানার পুলিশরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বড়জলা গ্রামের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আকাশ দেবনাথের টি আর ০১এ ইউ ৯৭৯৫ নম্বরের বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। আকাশ তার বাইকটি বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামের পাশে রেখে সবজি কিনতে যায় বাজারে। ফিরে এসে দেখতে পায় তার বাইকটি জায়গা মতো নেই। চতুর্দিক খোজাখুঁজি করার পর সে বিশ্রামগঞ্জ থানায় গিয়ে অভিযোগ জানায়। থানার ওসি কিছুক্ষণ পর ঘটনাস্থলে ছুটে যায়। আকাশ দেবনাথ এবং তার পিতা কৃষ্ণকান্ত দেবনাথ সহ বেশ কয়েকজন ওসি র কাছে পুরো ঘটনা খুলে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *