যোধপুর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। শুক্রবার রাজস্থানের যোধপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “এটা আমাদের বিজেপির সংসদীয় বোর্ডের কাজ। তাঁরা সিদ্ধান্ত নেবে। আমি সংসদীয় বোর্ডের সদস্য নই।”
সংসদে উত্থাপিত ওয়াকফ জেপিসি রিপোর্ট সম্পর্কে তিনি বলেছেন, “ভিন্নমতের বিষয়গুলি রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি জানি না, তাঁরা (বিরোধীরা) কীসের ভিত্তিতে এই রিপোর্টে আপত্তি জানিয়েছিল। রিপোর্টে কিছু বড় সংশোধনী রয়েছে যা মূলত দরিদ্র মুসলিম সম্প্রদায়ের সুবিধার জন্য।”