বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর

আগরতলা, ১৪ ফেব্রুয়ারী: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে বসত ঘর। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ওই ঘটনায় মেলাঘর পৌর পরিষদের ২নং ওয়ার্ডের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে। তাছারা, ওই অগ্নিকান্ডে দুইটি স্কুটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে মেলাঘর পৌর পরিষদের ২নং ওয়ার্ডের নেপাল সরকারের বাড়িতে ছিলেন না। তাঁর পুত্রবধূ প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাঁর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। কিন্তু দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনের শিখা সমস্ত ঘরকে গ্রাস করে নেয়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও জানা গিয়েছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আকস্মিক এই ঘটনায় সর্বস্বান্ত বাড়ির মালিকৎ নেপাল সরকার। ওই অগ্নিকাণ্ডে দুটি স্কুটি সহ জাবতীয় আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *