ছত্তিশগড়ের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দিগম্বর জৈন সমাজের সভাপতির

রায়পুর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকার সঙ্গে শুক্রবার রাজভবনে সৌজন্য সাক্ষাৎ করেন দিগম্বর জৈন সমাজের রায়পুরের সভাপতি প্রকাশ মোদী। জানা গেছে, সাক্ষাৎকালে তিনি আগামী মাসে আয়োজিত ভগবান আদিনাথের জন্ম কল্যাণক জয়ন্তী অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপালকে আমন্ত্রণ জানান।