কেন্দ্রীয় বাজেট হতাশাজনক, ফের সরব অখিলেশ যাদব

বারাণসী, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ফের কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর মতে, কেন্দ্রীয় বাজেট হতাশাজনক। শুক্রবার বারাণসীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “যে বাজেট চাকরি দেয়নি, কৃষকদের আয় দ্বিগুণ করেনি, বাণিজ্য বাড়ায়নি… সেই বাজেট ছিল হতাশাজনক। এই সরকার প্রতারণা করেছে এবং জনগণের দৃষ্টি সরিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে এমন একটি বিল (ওয়াকফ (সংশোধন) বিল) এনেছে।”

সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। এরপর বৃহস্পতিবার থেকেই মণিপুরে লাগু হয়েছে রাষ্ট্রপতি শাসন। এ প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, এমনটা অনেক আগে হওয়া উচিত ছিল।”