আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে আজ পুণ্যস্নান করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন মা গঙ্গার নিকট সকল রাজ্যবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, মহাকুম্ভ উপলক্ষ্যে আজ প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানে সামিল হয়েছি। মা গঙ্গার নিকট সকল রাজ্যবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।
এদিন প্রয়াগরাজে পৌঁছে বিমান বন্দরে দেখা হয় বলিউড অভিনেতা বিবেক ওবেরয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং দলীয় নেতা ও সাংসদ বিনোদ সোনকরের সাথে।