বিভিন্ন চুরি যাওয়া জিনিসপত্র সহ ছয় জন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ ছয় জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মণ।

এসডিপিও সুব্রত বর্মণ জানিয়েছেন, কিছুদিন আগে এনসিসি থানার অন্তর্গত ক্যাপিটাল কমপ্লেক্সের পুরানো সিবিআই ক্যাম্পে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে ক্যাম্পরের বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়েছে। পরবর্তী সময়ে সিবিআই অফিসের ইন্সপেক্টর এনসিসি থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল।একটি টিম গঠন করে তদন্ত শুরু করেন থানার ওসি, অভয়নগর ফাঁড়ির ওসি জয়নাল হোসেন। প্রথমে শ্যামলী বাজার এলাকা থেকে চুরিকান্ডে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চোর চক্রের সাথে আরও চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরির করার বিষয়টি স্বীকার করেন।

তিনি আরও জানিয়েছেন, তাদের কাছ থেকে আটটি আলমিরা, ছয়টি দরজা, চারটি জানালা, একটি গিজার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।