আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। আজ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন টিবিএসই সচিব দুলাল দে।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি, ইংরেজি পরীক্ষা দিয়ে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি, ইংরেজি পরীক্ষা দিয়ে।
টিবিএসই সচিব দুলাল দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য ১৪৫টি ভ্যানু ও ৬৮টি সেন্টার এবং উচ্চ মাধ্যমিকের জন্য ৯৫টি ভ্যানু ও ৬০টি সেন্টার তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, কিছু শিক্ষার্থীর আবেদনপত্র জমা দেওয়া বাকি আছে। যারা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারেনি, তাদের জন্য এখন আবেদনপত্র জমা নেওয়া হবে।
পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদ অফিসে কাজ চলছে। পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে সেই চেষ্টা করছে পর্ষদ কর্তৃপক্ষ।