আহমেদাবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করলেন। ইংল্যান্ডের বিপক্ষে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রমকারী ষষ্ঠ ব্যাটসম্যান হলেন কোহলি।
কোহলি ইংল্যান্ডের বিপক্ষে সকল ফর্ম্যাট মিলিয়ে তাঁর ৮৭তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৮ টি সেঞ্চুরি এবং ২৩টি অর্ধশতক করেছেন, গড়ে তিনি ৪১.২৩ রান করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৭টি টেস্ট ম্যাচে ৫০২৮ রান করে তালিকার শীর্ষে আছেন। আর বর্তমান খেলোয়াড়দের মধ্যে, স্টিভ স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ৪৮১৫ রান করেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বাধিক আন্তর্জাতিক রান:
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) – ৬৩ ইনিংসে ৫০২৮
অ্যালান বর্ডার ( অস্ট্রেলিয়া )- ১২৪ ইনিংসে ৪৮৫০
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ১১৪ ইনিংসে ৪৮১৫
ভিভিয়ান রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) – ৮৪ ইনিংসে ৪৪৮৮
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ৯৯ ইনিংসে ৪১৪১
বিরাট কোহলি (ভারত) – ১০৯ ইনিংসে ৪০০১
—————