কালাবুরাগি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের নির্বাসন প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলে খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর বন্ধু আমাদের দেশবাসীর সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করছে।
বুধবার সকালে কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সেখানে (আমেরিকা) গিয়েছেন, তিনি এটি নিয়ে কথা বলবেন। প্রধানমন্ত্রী মোদী বারবার বলছেন, তিনি যে কোনও সমাধান করতে পারেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু। মানুষ আসে এবং যায় কিন্তু একটি দেশ স্থায়ী হয়..দেশের পক্ষে চিন্তা না করে, প্রধানমন্ত্রী মোদী বলতে থাকেন যে ট্রাম্প তাঁর বন্ধু।
খাড়গে আরও বলেছেন, “ট্রাম্প যদি সত্যিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শোনেন, তাহলে তাঁরা কেন আমাদের লোকদের নির্বাসন দিচ্ছেন? তাঁদের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটে পাঠানোর পরিবর্তে, কেন তাঁদের পণ্যবাহী ফ্লাইটে পাঠানো হয়েছিল… এর মানে প্রধানমন্ত্রী মোদীর বন্ধু আমাদের লোকদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করছে। তাঁদের ফিরিয়ে আনতে আমরা আমাদের ফ্লাইট পাঠাতে পারতাম।”