দিল্লিতে এএপি ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে ফল ভিন্ন হতে পারত : ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে ফলাফল ভিন্ন হতে পারত। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। বুধবার ফারুক আব্দুল্লাহ বলেছেন, উন্মাদনা (ইন্ডি জোট) এখনও একই রকম রয়েছে, কিন্তু আমরা দিল্লিতে কিছু ভুল করেছি। দিল্লিতে এএপি এবং কংগ্রেসের মধ্যে যদি একটি সমঝোতা হত, ফলাফল অন্যরকম হতে পারত। আমাদের সমস্ত নেতাদের বৈঠকে এই সব নিয়ে আলোচনা করতে হবে।”

জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ বলেছেন, এই বিষয়টি বহু বছর ধরে ঝুলে আছে। মানুষ কী মনে করে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিলে সন্ত্রাসবাদের অবসান হবে? গতকালই আমাদের একজন সৈন্য শহীদ হয়েছেন। শুধুমাত্র শান্তিই এখানে কিছু করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *