আগরতলা, ১২ ফেব্রুয়ারী : প্রকাশ্য দিবালোকে বিশালগড় নারাউড়া এলাকায় চিনু রানী ভৌমিকের বাড়িতে চুরি করতে এসিছিল। কিন্তু স্থানীয় মানুষ ঘটনাটি টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দিন দুপুরে বিশালগড় নারাউড়া এলাকায় চিনু রানী ভৌমিকের একাকিত্বের সুযোগ পেয়ে চোরের দল সুপারি গাছ বেয়ে ছাঁদের উপর দিয়ে এসে শাপল দিয়ে দরজার তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন। এমন সময় বাড়ির পাশে থাকা অন্যান্য লোকেরা বিকট শব্দ পেয়ে চিৎকার শুরু করতেই চুলের দল পালিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন খবর যায় বিশালগড় থানায়।
দিন দুপুরে এই সমস্ত ঘটনার জন্য এলাকারই নেশাগ্রস্ত কিছু যুবক জড়িত রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। নেশার টাকা জোগাড় করতেই নাকি দিনের আলোতে নেশাগ্রস্ত যুবকরা এরকম ঘটনা প্রতিনিয়তই এলাকায় সংঘটিত করছে। তবে পার্শ্ববর্তী লোকেদের কারণে অল্পেতে রক্ষা পেল চিনু রানী ভৌমিক সহ তার পরিবার।