নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
বিজেপি সরকার দ্বারা পেশকৃত বাজেট পরিকল্পনাহীন এবং দায়সারা। বামফ্রন্টের পাঁচটি দল বাজেটের বিকল্প হিসেবে এবং দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য একটি প্রস্তাব সংসদের ভেতরে এবং বাইরে জনগণের সামনে পেশ করবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বামফ্রন্টের রাজ্য কমিটির আহ্বায়ক নারায়ণ কর।
কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় সরব হল বামফ্রন্ট। মঙ্গলবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে বামফ্রন্টের পাঁচটি দল বিজেপি সরকারের বাজেটের বিরোধিতায় সরব হয়। এই বাজেট বাজে অর্থনৈতিক দুরবস্থা নামিয়া আনবে বলে দাবি করেন বামফ্রন্ট নেতৃত্বরা। তাই বামফ্রন্ট বাজেটের বিকল্প হিসেবে একটি প্রস্তাব সংসদের ভেতরে এবং বাইরে জনগণদের সামনে পেশ করবে। এই বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের ক্ষেত্রে কর ছাড়ের দিলে সেই টাকা কোথা থেকে আনবেন সেই প্রশ্নও তুলেছে বামফ্রন্ট।
এছাড়াও এই বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেন নারায়ন কর। তিনি বলেন কৃষকদের জন্য কোন টাকা বরাদ্দ করা হয়নি বাজেটে। ফসল বীমা যোজনা থেকে তিন হাজার কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। গ্রাম উন্নয়নের ক্ষেত্রেও বরাদ্দ কমিয়ে আনা হয়েছে। এইসব বিষয় উল্লেখ করে, নতুন প্রস্তাব পেশ করবে বামফ্রন্ট। এমনটাই এদের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্বরা।