নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১১ ফেব্রুয়ারি:
সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটকে বিকশিত ভারতের বিকশিত বাজেট জন কল্যাণকারী জন হিতৈষী বাজেট” আখ্যায়িত করে, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে সোনামুড়ায় ধন্যবাদ রেলি ও জনসভা সংগঠিত করল বিজেপি।
বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের উদ্যোগে আয়োজিত এদিনের কর্মসূচিতে জেলার অন্তর্গত চারটি বিধানসভা এলাকা যথাক্রমে ২০ বক্সনগর, ২১ নলছড়, ২২ সোনামুড়া এবং ২৩ ধনপুর থেকে দলের কর্মী সমর্থকরা অংশ নেয়। প্রথমে দলের সোনামুড়া মন্ডল কার্যালয়ের সামনে থেকে একটি রেলি সংঘটিত করা হয়। রেলিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ এবং তোফাজ্জল হোসেন, দলের প্রদেশ সাধারণ সম্পাদক তাপস মজুমদার, সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম কুমার দাস, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া সহ চার মন্ডলের মন্ডল সভাপতি গন। হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল থেকে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান নেতৃত্বরা। এরপর স্থানীয় রবীন্দ্র চৌমুহনিতে অনুষ্ঠিত হয় জনসভা। জনসভায় আলোচনা রাখতে গিয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন বিরোধী কংগ্রেস এবং সিপিএম দলের সমালোচনায় সরব হন।
এছাড়াও সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে আলোচনা করেন বলেন মোদির কমিটমেন্ট কে জনগণ মান্যতা দিয়ে দিল্লি থেকে আপকে বিদায় করেছে। পাশাপাশি তিনি শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট এবং কৃষক ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই জনকল্যাণ মুখী বাজেট পেশের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান এবং ২০১৪ এর পূর্বে কেন্দ্রীয় সরকারের তৎকালীন বাজেটের সঙ্গে বর্তমান বাজেটের কতটা তফাৎ রয়েছে সেই বিষয়গুলি একে একে উল্লেখ করেন। তার সঙ্গে রাজ্যের বাম কংগ্রেস উভয় দলের নেতৃত্বদের বিভিন্ন উক্তির সমালোচনা করেন। এ দিনের সমাবেশ এবং রেলিতে দলের কর্মী সমর্থকদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়।