জব্বলপুর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে, মধ্যপ্রদেশের জব্বলপুরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন পুণ্যার্থী। প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফিরছিলেন ওই ৭ জন পুণ্যার্থী, মঙ্গলবার সকালে জব্বলপুরে মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের।
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে, একটি মিনিবাস ৩০ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। জব্বলপুর শহর থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের সবার বাড়ি অন্ধ্রপ্রদেশে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।