নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা ঘোষ বলেছেন, বিজেপি এমন একটি দল যারা প্রতিদিন সংবিধানকে হত্যা করছে। সাগরিকা ঘোষ আরও বলেছেন, “রাজ্যগুলিকে টাকা দেওয়া হচ্ছে না, প্রধানমন্ত্রী সদনে একটি প্রশ্নেরও উত্তর দেন না এবং তিনি বিরোধীদের সঙ্গে এগিয়ে যান না। উদ্দেশ্য পরিষ্কার, তাঁরা সংবিধানের অবসান ঘটাতে চায়… আমরা তা হতে দেব না। আমরা সংবিধান রক্ষা করব।”
2025-02-11