ইমফল, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ১৯৪৯ সালের মণিপুর একীভূতকরণ চুক্তির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে কেন্দ্ৰীয় সরকারকে অনুরোধ জানিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য লেইশেম্বা সানাজাওবা। আজ মঙ্গলবার এ প্রসঙ্গে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি এ থেকে উদ্ভূত ঐতিহাসিক এবং রাজনৈতিক উদ্বেগগুলিকে সমাধান করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
আজ মঙ্গলবার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের উপস্থিতিতে সাংসদ লেইশেম্বা সানাজাওবা মণিপুরের স্বার্থ রক্ষার জন্য সংশোধনমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, এই চুক্তির বাস্তবায়ন দীর্ঘদিন ধরে বিতর্কের আবর্তে ছিল। সাম্প্রতিককালের চলমান অস্থিরতার অবসান ঘটাতে ১৯৪৯ সালের মণিপুর একীভূতকরণ চুক্তির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
ভারতীয় ফেডারেল কাঠামোর মধ্যে রাষ্ট্রের অধিকার এবং ঐতিহাসিক গুরুত্ব সমুন্নত রাখতে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের আশু হস্তক্ষেপের আহ্বান জানান সাংসদ লেইশেম্বা সানাজাওবা।