কল্যাণপুর, ১১ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার দুপুরে কল্যাণপুর মন্ডলের উদ্যোগে এক সাড়াজাগানো বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শনিবার দেশের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আম আদমি পার্টিকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতার মসনদ দখল করে। এই আনন্দে গোটা রাজ্যের সাথে কল্যাণপুর মন্ডলের উদ্যোগেও বিজয় মিছিল অনুষ্ঠিত করে। এদিনের ওই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কল্যানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িক পিনাকি দাস চৌধুরী, মন্ডল সভাপতি নিতাই বল, মন্ডল নেতা চয়ন রায়, সোমেন গোপ সহ অন্যান্যরা।
এদিনের ওই মিছিলটি কল্যানপুর মন্ডলের দাচুরা বাজার থেকে শুরু হয়ে কল্যাণপুর মিনি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিজয় মিছিলে বিজেপি দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।