আগরতলা, ১০ ফেব্রুয়ারি: প্রকাশ্য দিবালোকে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনার বাঁশপদুয়া নবোদয় বিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাবুল মিয়া নবোদয় বিদ্যালয়ের সামনে পাচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর গনপিটুনিতে দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত বাবুল মিয়াকে। বিদ্যালয়ের হাত সাফাই করতে গিয়ে নিজেই সাফাই হয়ে গেল। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দিয়েছেন। এদিকে, খবর পেয়ে ছুটে গিয়েছেন বাবুল মিয়ার পরিবারের লোকজন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।
আরও জানা গিয়েছে, বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসংক্রান্ত মামলা রয়েছে বিলোনিয়া থানাতে জানা যায়। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।