আগরতলা, ১০ ফেব্রুয়ারী: রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবিতে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ করে
ভোলামুড়ার গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সংস্কারে কাজ চলছে কচ্ছে গতিতে। ফলে স্থানীয় মানুষ প্রচণ্ড সমস্যায় আছেন। আজ এরই প্রতিবাদে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
এলাকবাসীদের অভিযোগ, ভোলামুড়া এলাকায় রাস্তায় সংস্কার কাজ চলছে অনেকদিন ধরে। কিন্তু কাজ চলছে কচ্ছপ গতিতে। তাই স্থানীয় মানুষ প্রচণ্ড সমস্যায় আছেন। তাদের অভিযোগ রাস্তা দিয়ে যানবাহন চলাচলে ধুলোয় একাকার হয়ে যায়। তারপরও রাস্তায় নিয়মিত জল দেওয়া হয় না। তাই ক্ষুব্ধ নাগরিকরা সড়ক অবরোধ করেন।
এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।