নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি:
নিয়োগের দাবিতে পুনরায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনেই তাদেরকে আটকে দেয় পূর্ব থানার পুলিশ এবং পরবর্তী সময় তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা জানান তারা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলেও সাক্ষাৎ করতে পারছেন না। অবিলম্বে তাদেরকে নিযুক্তির বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।