নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ফেব্রুয়ারি:
৪টি পিস্তল ও প্রচুর কার্তুজ সহ খোয়াই সীমান্তে গ্রেফতার করা হয়েছে এক মনিপুরের যুবককে। খোয়াই সিঙ্গিছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় ওই মণিপুরের যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দাংশাওয়া মোলজি (২৫)। জানা যায়, আগরতলার কাস্টমস ডিভিশনের অফিসাররা তথ্য পান মণিপুরের জনৈক ব্যক্তি পিস্তল ও কার্তুজ নিয়ে লামডিং থেকে আগরতলায় এসেছে। তারা সেই ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হন।
অবশেষে খোয়াই সিঙ্গিছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় তাকে হাতেনাতে ধরা হয়। ওই ব্যক্তির কাছ থেকে মোট ৪টি পিস্তল (রাশিয়া, মার্কিন এবং ভারতীয় তৈরি), ১৫০টি কার্তুজ এবং ৫টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এখন জেল হেফাজতে রয়েছে।