আগরতলার ইস্কন মন্দিরে প্রভু নিত্যানন্দের ৫৫০তম আবির্ভাব দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১০ ফেব্রুয়ারি:
মন্দির ধর্মীয় ভাবাবেগে যথাযথ মর্যাদায় পালন করেছে প্রভু নিত্যানন্দের ৫৫০তম আবির্ভাব দিবস। আজ প্রভু নিত্যানন্দের ৫৫০ তম আবির্ভাব দিবস। আজকের দিনটি আগরতলার ইস্কন মন্দির ধর্মীয় ভাবাবেগে যথাযথ মর্যাদায় পালন করে।

আজকের এই দিনে ইসকন মন্দিরে মন্ত্রী টিংকু রায় সস্ত্রীক উপস্থিত ছিলেন। আগরতলার ইসকন মন্দিরে ভক্তদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
_______

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *