আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব উদ্যোগে অনুষ্ঠিত নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান ২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী:
সৃষ্টি সুখের উল্লাসে মেতে প্রথমবারের মতো নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান ২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সফল আয়োজন করলো আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। আজ দুপুরে আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের প্রথম ত্রিপুরা ক্রীড়া সম্মান প্রদান করলো আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।

আজকের অনুষ্ঠানে রাজ্যের পাঁচজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে ত্রিপুরা ক্রীড়া সম্মান প্রদান করা হলো। মরণোত্তর সম্মান পেলেন দিলীপ সিং, ড. রুপেন ভৌমিক, ড. অরুণাভ রায়, সমীরণ চক্রবর্তী। এছাড়া সম্মান পেলেন রনজিত কুমার ভট্টাচার্য। মরণোত্তর সম্মান যাদের প্রদান করা হয় তাদের হয়ে তাদের পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন।

এছাড়া গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পেলেন উমাশংকর ভট্টাচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পেলেন প্রনব শীল। পাশাপাশি বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব উনিশ ভারতীয় মহিলা ক্রিকেট টীমের কোচ শ্রাবনী দেবনাথ, ডেভিস কাপের ভারতীয় দলের সমন্বয়ক তথা কোর্ডিনেটর সুজিত রায়কে সসম্মনা প্রদান করা হয়।এদের হাতে পুরস্কার তুলে দেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুভেন রাহা, যুব কল্যাণ ও কীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, টিসিএ সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে, প্রাক্তন ফুটবলার বিমল কুমার রায় চৌধুরী, সুব্রত দেববর্মণ,টি এফ এ সচিব অমিত চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অলক ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সন্তোষ গোপ।

এছাড়া বক্তব্য রাখেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুভেন রাহা,যুব কল্যাণ ও কীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, টিসিএ সভাপতি তপন লোধ, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অলক ঘোষ প্রমুখ। এছাড়া স্মৃতিচারণা করেন ড. ইন্দ্রনীল ভৌমিক, রনজিত কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় লাকি ড্র। মেসার্স লক্ষী ভান্ডার নিবেদিত এই লাকি ড্র এ মোট পাঁচজন পুরস্কার লাভ করে। প্রথম পুরস্কার পেয়েছেন রাজ্যের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার সুরভি রায়। পুরস্কার বিতরণী করেন সুজিত রায়, মৌচৈতী দেবনাথ প্রমুখ। সমাপ্তি ভাষন দেন ক্লাব সভাপতি শান্তনু বনিক। গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দুই সঞ্চালিকা মীনাক্ষী ঘোষ এবং নীলাঞ্জনা চক্রবর্তী। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নীলজোতি ট্রাভেলস, রাধাকৃষ্ণ জুয়েলার্স, মেসার্স লক্ষী ভান্ডার এবং আগরতলা প্রেস ক্লাবকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ক্লাব সচিব সন্তোষ গোপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *