প্রয়াগরাজ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে। প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের ‘কল্পবাসী’ তাঁবুতে এদিন আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, তাঁবুটি পুরোপুরি পুড়ে গেছে। হতাহতের কোনও খবর নেই।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি, সেক্টর ১৮-য় ইসকন ক্যাম্পে আগুন লাগে। প্রায় ২০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ফের আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে।