নিন্দুকেরা সবসময়ই একটা না একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টায় থাকে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার ৫৫তম বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী প্রকৌশলীদের রাজ্যের উন্নয়নের কান্ডারী হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সেচ, রাস্তা, সহ বিভিন্ন নির্মাণ কাজে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে কাজ করার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন অংশে সৃষ্ট উত্তেজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নিন্দুকেরা সবসময়ই একটা না একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টায় থাকে। কিছু দিন পর পর রাজ্যের কোনো না কোনো অংশে উত্তেজনা সৃষ্টি হয়। গণ্ডাছড়া, কুর্তি, কদমতলা প্রমুখ জায়গায় সৃষ্ট সমস্যাগুলো সমাধানের মাধ্যমে রাজ্য সরকার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে কারো চাকরিক্ষেত্রে পার্বত্য এলাকায় বদলি হলেও ভয়ের কোনো ব্যাপার থাকে না। ত্রিপুরায় রাস্তাঘাট এখন অনেক উন্নত, যাতায়াতে কোনো সমস্যা হয় না। রেলপথ হোক কিংবা জাতীয় সড়ক, দুই ক্ষেত্রেই যাতায়াতে অনেকটা কম সময় গন্তব্যে পৌঁছানো যায়।

এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের উন্নয়নে প্রকৌশলীরা আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

এদিকে, ত্রিপুরা সরকার আগরতলা শহরকে যানজটমুক্ত করতে আরও চারটি উড়ালপুল নির্মাণের পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

প্রস্তাবিত উড়ালপুলগুলি সম্পর্কে তিনি বলেন, সার্কিট হাউজের গান্ধী মূর্তির সামনে থেকে আস্তাবল ময়দান পর্যন্ত একটি উড়ালপুল, আস্তাবলের সামনে থেকে হারাধন সংঘ হয়ে আইজিএম হাসপাতাল পর্যন্ত আরেকটি উড়ালপুল, আস্তাবলের সামনে থেকে বিকে রোড হয়ে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে পর্যন্ত একটি এবং মোটরস্ট্যান্ড থেকে প্যারাডাইস চৌমুহনি পর্যন্ত একটি উড়ালপুল তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই উড়ালপুলগুলি নির্মিত হলে শহরের যানজট অনেকটাই কমে যাবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *