নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। রবিবার সকালে রাজ নিবাসে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন অতিশী। দিল্লি বিধানসভা নির্বাচনে খুব খারাপভাবে হেরেছে এএপি। ৭০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৮টি আসনে।
দলের ফল খারাও হলেও, দিল্লির কালকাজি বিধানসভা আসনে জিতেছেন অতিশী। তিনি বিজেপির রমেশ বিধুরি ও কংগ্রেসের অলকা লাম্বাকে হারিয়ে দিয়েছেন। আর রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন।